নিউজডেস্ক: দুই পরিবারের ঝামেলা মিটমাট করতে সালিশি সভা । সালিশি সভার আগে দুপক্ষের সংঘর্ষে আহত প্রায় দশ জন। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর চোপড়ায়। জানা গেছে, চোপড়ার নয়াবাড়ি গ্রামে সফিরুদ্দিনের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল চোপড়া ব্লকের নলবাড়ি গ্রামের বাসিন্দা মহ: সুলির ছেলে মহ: করিমের। জানা যায় বিয়ের পর থেকে গৃহবধুর শশুর বাড়ির পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মতবিরোধ লেগেই থাকতো অনবরত, বধুর শ্বশুরবাড়ির সদস্যদের অভিযোগ গৃহবধুর চরিত্রে গলদ রয়েছে, অন্যদিকে গৃহবধুর স্বামী মোঃ করিম এই অভিযোগ মেনে নেননি, করিমের অভিযোগ এই ঘটনার জেরে নাকি তাদের দুজনকেই মারধর করে বাড়ি থেকে বের করে দেয় তার কাকারা।
তার ফলেই স্বামী-স্ত্রী দুজনেই আশ্রয় নেয় চোপরা নয়া বাড়ি গ্রামের গৃহবধুর বাপের বাড়িতে। সমস্যার সমাধানের জন্য তারা চোপড়া থানার দারস্ত হয়।সংসারিক বিবাদ মেটাতে এগিয়ে আসেন চোপড়া ও সোনাপুর অঞ্চলের তৃনমূল কংগ্রেসের উভয় গ্রামের জনপ্রতিনিধিরা।মামলা, মোকদ্দমায় না গিয়ে সালিশি সভার মাধ্যমে সমস্যা মিটিয়ে দেবার আশ্বাস দেওয়া হয়।বৃহস্পতিবার সকাল দশটায় সেই সালিশি সভা হবার কথা ছিল। নির্ধারিত সময় মোতাবেক উভয় পক্ষের বেশ কিছু লোক হাজির হয়েছিলেন। সভা শুরুর আগেই দুই পক্ষের মধ্যে বচাসা থেকে হাতাহাতি পরে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে দুই পক্ষের প্রায় দশজন জখম হন।চোপড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সংঘর্ষ হওয়ায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
