নিউজডেস্ক: নিজেদের অজান্তেই চা বাগানের জমি বায়না হয়ে যাচ্ছে, জমি দখল হয়ে যাচ্ছে এমনই ভয়ঙ্কর অভিযোগ করলেন নর্থ বেঙ্গল স্মল টি প্লান্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ভজোহরি ভৌমিক। মহকুমা শাসকের দপ্তরে আজ চা বাগানের মালিকেরা এসে মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎকারে এবং তাকে স্মারকলিপি দেন। তাদের দাবি উত্তর দিনাজপুর জেলার চা বাগানের মালিকদের জমি দখল হয়ে যাচ্ছে। তারা বড় সমস্যার মধ্যে পড়ে রয়েছেন বলেন। তাদের প্রধান দাবি তাদের অজান্তে যেন তাদের জমি পাট্টা না হয়ে যায়।তারা বলেন একটি দালাল চক্র চলছে যারাই এই কাজ করছে।
বিগত দিনে অনেক বাগান এরকম হয়েছে। তারা যদি নির্দিষ্ট কারো নাম বলতে যান তাহলে তারা পরের দিন থেকে আর বাগানে ঢুকতে পারবেন না।তাই তারা মহকুমা শাসকের কাছে ব্যবস্থা দ্বারস্থ হয়েছেন। মহাকুমা শাসক তাদের সামনের সপ্তাহে এসে যোগাযোগ করার কথা বলেছেন এবং তার আশ্বস্ত হয়েছেন।
- মাধ্যমিকের ভয় কাটাতে “মক টেস্ট” — নিখিল বঙ্গ শিক্ষক সমিতির অনুপ্রেরণামূলক উদ্যোগ
- (no title)
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল