নিউজডেস্ক: শুরু হচ্ছে রায়গঞ্জ বইমেলা। আগামী কুড়ি এপ্রিল রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় এর মাঠে উদ্বোধন হবে রায়গঞ্জ বইমেলার। আজ এ বিষয়ে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন রায়গঞ্জ বইমেলা কমিটির সদস্যরা। তারা জানিয়েছেন এই বইমেলাটি ২০২২ সালের। আভ্যন্তরীণ কারণেই ২০২২ সালে বইমেলার আয়োজন করা সম্ভব হয়নি। যার ফলে অবশ্য ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল বইমেলা কমিটিকে। তাই এবারে স্বতঃস্ফূর্তভাবে এই বইমেলার আয়োজন করা হয়েছে। কমিটির কর্মকর্তারা জানিয়েছেন ২৭ তারিখ পর্যন্ত চলবে বইমেলা। বর্তমানে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় বহি প্রাঙ্গণে চলছে চৈত্র সেল এর মেলা। ১৪ তারিখেই মেলা শেষ হবে। ১৬ তারিখে মাঠ পরিষ্কার করা হবে। তারপর কুড়ি তারিখ থেকে শুরু হবে রায়গঞ্জ বইমেলা।
এবারে মোট ৫৫ টি স্টল থাকছে এই বইমেলায়। এই রাজ্যের পাশাপাশি আসাম ত্রিপুরা এমনকি বাংলাদেশ থেকেও স্টল আসছে। বৈঠকে উপস্থিত ছিলেন সুনীল চন্দ, সিঁথি কণ্ঠ দত্ত, সৌরেন চক্রবর্তী, সুব্রত সরকার, অতনু বন্ধু লাহিড়ী শহর নানুর
এই মেলার সার্বিক সাফল্য কামনা করেছেন রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিঁথি কন্ঠ দত্ত।
- মাধ্যমিকের ভয় কাটাতে “মক টেস্ট” — নিখিল বঙ্গ শিক্ষক সমিতির অনুপ্রেরণামূলক উদ্যোগ
- (no title)
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল