মঙ্গলবার দুপুরে চোপড়া(Chopra) থানার ফল ব্রিজ এলাকায় তিস্তা(Tista) ক্যানেল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম মজিবুল রহমান (৩৫)। বাড়ি দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের সুদামগছ এলাকায়। গতকাল থেকেই নিখোঁজ ছিল ওই ব্যক্তি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। এদিন দুপুরে স্হানীয়রা ওই ব্যক্তির মৃতদেহ জলে ভাসতে দেখতে পায়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।
পরিবারের লোকজনের দাবি দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যা নিয়ে ভুগছিলেন। সেই কারণে হয়তো তিনি আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
