নিউজডেস্ক: ২০১৭ সালে রাস্তার কাজ শুরু হবার কথা ছিল। কিন্তু কোনো বিশেষ কারনে কাজ হয়নি। ফিতা কেটে এবার সেই কাজের উদ্বোধন করলেন তৃনমুল জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। দয়ারামগছ হরি মন্দির থেকে রাজবোল মোর অবধি পাঁচ কিলোমিটার রাস্তার তৈরির জন্য বরাদ্দ হয়েছে ২ কোটি ৫০ লক্ষ টাকা। এই দিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানাইলাল আগারওয়াল সহ তৃণমূল কংগ্রেসের ব্লক সহ সভাপতি মোহাম্মদ বুধু, তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ার নেতা ইদ্রিস আলী, রামগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের সভাপতি ইয়াসিন আলী, পঞ্চায়েত প্রধান প্রতিনিধি এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দরা।
এদিন কানাইলাল আগরওয়াল জানান ২ কোটি ৫০ লক্ষ টাকার রাস্তার কাজের উদ্বোধন করা হলো। এই রাস্তাটি ২০১৭ সালে কাজ করা কথা ছিল,কিন্তু কোন বিশেষ কারণে কাজ করা হয়নি। এবার এই কাজের টেন্ডার হয়েছে, আশা করি কাজ ভালো করা হবে। এই দিনে রাস্তার কাজ উদ্বোধন হওয়াতে এলাকার মানুষের মধ্যে উৎসাহিত দেখা গেল।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
