উত্তরবঙ্গে জেলা গুলিতে উন্নয়ন মূলক কাজ খতিয়ে দেখতে জেলা প্রশাসনের সাথে রিভিউ মিটিং করছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ।দুই দিনাজপুর সহ মালদা জেলার কাজ খতিয়ে দেখতে দুই দিনের সফরে এসে উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।বৃহস্পতিবার রায়গঞ্জের কর্নজোড়ায় জেলা প্রশাসনের দফতরে আধিকারিক দের উপস্থিতিতে জেলার উন্নয়ন মূলক কাজের অগ্রগতি নিয়ে রিভিউ মিটং করেন মন্ত্রী উদয়ন গুহ।এদিনের প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী গোলাম রব্বানী ও সাবিনা ইয়াসমীন,জেলা শাসক অরবিন্দ কুমার মীনা, জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মণ সহ জেলার বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকেরা।
এদিন তিনি বলেন, ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৪০০ কোটি টাকার কাজ হয়েছে। তিনি দুই দিনাজপুর সহ মালদা জেলার কাজের অগ্রগতি খতিয়ে দেখচেন। তিন জেলার মধ্যে কাজের অগ্রগতির দিক থেকে উত্তর দিনাজপুর জেলা এগিয়ে রয়েছে বলে তিনি জানান। উত্তর দিনাজপুর জেলায় ১০ শতাংশের মতো কাজ বাকি রয়েছে । যাতে বাকি কাজ গুলি দ্রুত সম্পন্ন করা হয় তার নির্দেশ প্রশাসনকে দেন মন্ত্রী উদয়ন গুহ।
- মাধ্যমিকের ভয় কাটাতে “মক টেস্ট” — নিখিল বঙ্গ শিক্ষক সমিতির অনুপ্রেরণামূলক উদ্যোগ
- (no title)
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল