নিউজডেস্কঃ বারবার খবরের শিরোনামে সেই গোয়ালপোখর। এবার জমি বিবাদকে কেন্দ্র করে তীর বিদ্ধ হলেন ১, আহত বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ফুলবাড়ি এলাকায়।

সূত্রের খবর, হরিপদ পাল ও নরেশ পালের মধ্যে প্রায় আড়াই বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। হরিপদ পালের পরিবারের সদস্যদের অভিযোগ নরেশ পাল নামে ওই ব্যক্তি তাদের জমিতে গাছ লাগিয়ে ছিল। তখন হরিপদ পাল ও তার পরিবারের সদস্যরা গাছ লাগানোর কারন জানাতে গেলে দুই পক্ষের বচসা বাঁধে ।

বচসা চলা কালীন আচমকা দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।এর পর আচমকাই চলে তীর। তীরের আঘাতে গুরুতর জখম হয় হরিপদ পাল । বাঁদিকে পেটে নিচে লাগে। তাকে জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে গোয়ালপোখরের লধন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।। সেখান থেকে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে কর্তব্যরত চিকিৎসকরা।

হরিপদ পাল নামে ওই ব্যক্তিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করে দেয় চিকিৎসকরা। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গোয়ালপোখর থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *