আজ রবিবার শিবরাত্রি উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার টুঙ্গিদিঘীতে শিবের মাথায় জল মারলেন করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল।
নাগর নদীর থেকে জল তুলে বর্ণাড্য শোভা যাত্রা করে টুঙ্গিদিঘী শিব মন্দিরের জল ঢাললেন তিনি।
বিধায়ক গৌতম পাল বলেন নাগর নদীর থেকে জল তুলে ৩০০ জন শিব ভক্ত মিলে বর্ণাড্য শোভা যাত্রা করে এসে টুঙ্গিদিঘী শিব মন্দিরের জল ঢালা হয়। তিনি আরো বলেন করণদিঘীবাসী সকল শিব ভক্তরা শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করেছেন। তিনি সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আনন্দে মেতে উঠবার আহ্বান জানান।