বেশ কিছু দিন থেকে বেঙ্গালুরু ও কর্নাটকের বিভিন্ন জেলাশ জিকা ভাইরাসে আক্রান্ত রোগী হদিশ মিলছিল। । অন্যদিকে বেঙ্গালুরু ও কর্নাটকের পর মহারাষ্ট্রে একের পর এক জিকা ভাইরাসে আক্রান্তের খবর আসছে। জানা গিয়েছে, মহারাষ্ট্রে পরপর সাতটি জিকা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। এরপরেই শুরু হয়েছে সেখানে নজরদারি।
একসাথে ৭ জন জিকা ভাইরাসে আক্রান্ত হতেই মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তর নড়েচড়ে বসেছে। উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্যদপ্তর । স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের প্রতি ৫ কিলোমিটারের মধ্যে প্রত্যেক গর্ভবতী মহিলাকে ট্র্যাক করা এবং তাঁদের প্রসবের পরে ফলোআপগুলি লক্ষ্য রাখতে হবে। সন্তান বা মায়েদের মধ্যে জিকার কোনওরকম উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে কি না, সেসবই নজরে রাখা হবে। যদিও চিকিৎসকদের দাবি, আক্রান্তদের মধ্যে তেমন কোনও জটিলতা দেখা যায়নি। তবে এই ভাইরাস ঝুকিপূর্ণ। তাই গুরুত্ব দিয়ে পুরো বিষয়টা নজরদেওয়া হচ্ছে।