মেয়ে দেখতে এসে পাত্রীর মাকে নিয়ে পালালো হবু জামাই । বছর ২৪-এর জামাই আর ৩৮ বছর বয়সী শাশুড়ির এই পালানোর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গাজোল থানার করকচ গ্রাম পঞ্চায়েতের ইচাহার গ্রামে। এদিকে নিজের স্ত্রীকে ফিরে পেতে অভিযুক্ত পাত্র ও তার পরিবারের বিরুদ্ধে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বর্তমান স্বামী আনন্দ সাউরিয়া। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাজোলের করকচ গ্রাম পঞ্চায়েতের ইচাহার গ্রামে বাসিন্দা আনন্দ সাউড়িয়া পেশায় ভিন রাজ্যের দিনমজুর। পরিবারের তার তিন মেয়ে এবং স্ত্রী সরলা সাউরিয়া ছিলেন। পাত্রের নাম অতুল বর্মন। তার বাড়ি করকচ গ্রাম পঞ্চায়েতের বিপ্লবীপাড়া এলাকায়। ঘটনাটি ঘটে ৩১ মার্চ । তারপরে ১ এপ্রিল গাজোল থানায় এই ঘটনার বিষয়ে ওই গৃহবধুর স্বামী আনন্দবাবু হবু জামাইয়ের বিরুদ্ধে তার স্ত্রীকে ফুসলিয়ে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেছেন।

পুলিশকে অভিযোগে দিনমজুর আনন্দ সাউড়িয়া জানিয়েছেন, কিছুদিন আগেই তিনি দিল্লি থেকে কাজ করে বাড়ি ফিরেছেন। বড় মেয়ের জন্য পাত্র দেখার বিষয়টি নিয়েই তোড়জোড় শুরু হয়েছিল। এরপর এদিন দুপুরে পাত্র অতুল বর্মন বাড়িতে আসে বড় মেয়েকে দেখতে। কিন্তু এরই মধ্যে যে আমার স্ত্রীর সঙ্গে হবু জামাইয়ের সম্পর্ক হয়ে যায় ক্ষনিকের মধ্যে কিছুই বুঝতে পারে নি। বাড়িতে এদিন পাত্র এবং তার পরিবারের দুই আত্মীয় থাকতে চেয়েছিল। সহজ সরল মনে তাদের থাকতে দিয়েছিলাম। গভীর রাতেই পরিকল্পনা করে হবু জামাই আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখি স্ত্রী বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি হবু জামাইও নেই। তারপর এই বিষয়টি পরিষ্কার হয়। অবশেষে কোথাও কোন হদিস না মেলায স্ত্রীর ছবি হাতে গাজোল থানার দারস্থ হই। 

পরিবারের লোকেরা জানতে পারে,যে যুবক তাদের মেয়েকে দেখতে এসেছিল সে তার হবু শাশুড়িকে নিয়ে ভিন্ন রাজ্যে পালিয়ে যায়। বিষয়টি জানতে পেরে  স্ত্রীকে ফিরে পেতে গাজোল থানার দারস্থ হন স্বামী। একটি নিখোঁজ অভিযোগ দায়ের হয়েছে।

এদিকে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

ছবি ————– হবু জামাইয়ের সঙ্গে স্ত্রীর পালিয়ে যাওয়ার ঘটনায় ছবি নিয়ে অভিযোগ জানাতে গাজোল থানায় দারস্থ স্বামী আনন্দ সাউড়িয়া।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *