Islampur ভিডিও গ্রাফির কাজ করতে গিয়ে যুবকের মৃত্যু।বাড়ির লোকের দাবি খুন করা হয়েছে!

নিউজডেস্ক: যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ইসলামপুরে তিনপুল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রহস্যজনক মৃত্যুর বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, মহম্মদ জুবের (১৯) নামে এক যুবকের মৃত্যুু ঘিরে চাঞ্চল্য শুরু হয়। জুবের বিয়ে বাড়িতে ভিডিও ক্যামেরার কাজ করতো। ১৩ই ফেব্রুয়ারি ইসলামপুরের একটি হলে বিয়ের অনুষ্ঠানে ভিডিও ক্যামেরার কাজ করছিল সে। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ঐ যুবক। এর … Continue reading Islampur ভিডিও গ্রাফির কাজ করতে গিয়ে যুবকের মৃত্যু।বাড়ির লোকের দাবি খুন করা হয়েছে!