কিস্তির টাকা দিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল এক যুবক।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জ এলাকার বড় সাপনিকলা গ্রামে। মৃতের নাম ধীরেশ বসাক (২২)। এই দিন মৃতের মা, বাসন্তী বসাক জানান আমার স্বামী গত দুই মাস আগে মারা গেছে। উপার্জনের একমাত্র আমার ছেলে ধীরেশ বসাক ছিল। আমরা সাপ্তাহিক ও মাসিক লোন নিয়েছিলাম। সেই লোনের টাকার চাপের কারণে আমার ছেলে আত্মহত্যা করেছে। এখন আমি কি করে খাব চার মেয়ে এক ছেলে। দুই মেয়ের বিয়ে হয়েছে বাকি দুই মেয়ের বিয়ে কিভাবে দিব এই বলে কান্নায় ভেঙে পড়েন মৃতের মা বাসন্তী বসাক। তবে স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ধীরেশ বসাক কিস্তির টাকার জন্য অনেক লোকের কাছে ঘুরছে যাতে তিনি সেই কিস্তির টাকা দিতে পারেন। হয়তো কারো কাছে না পেয়ে শেষ পর্যন্ত তিনি আত্মহত্যার পথ বেছে নেন। মঙ্গলবার দিন তার কিস্তি ছিল তার আগের দিন সোমবার তিনি অনেক লোকের কাছে গেছেন টাকা ধার করতে। না পেয়ে সোমবার রাত আটটা নাগাদ বাড়ির উঠানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ । পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ইসলামপুর পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন এবং সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ।