প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের বেগুসারাই থেকে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন যার মধ্যে শিলিগুড়ি যোগবানি ইন্টারসিটি ট্রেন রয়েছে যার স্টপেজ আলুয়াবাড়ি স্টেশনে হবে।
আজ আলুয়াবাড়ি স্টেশন থেকে সবুজ পতাকা নারিয়ে এই ট্রেনের সূচনা করা হয়।
আগামী ৪ তারিখ থেকে এই ট্রেন চলাচল শুরু করবে বলে রেল সূত্রে জানা যায় ।এই ট্রেনের স্টপেজ ইসলামপুরের আলুয়াবাড়ী রোড জংশন স্টেশনে থাকবে বলে সংসদ জানিয়েছেন। সংসাদ আরো বলেন, গত মাসে ক্যাপিটাল ট্রেনের স্টপেজ হয়েছে আলুয়াবাড়িতে। এ মাসে শিলিগুড়ি যোগবানি ট্রেনের স্টপেজ হয়েছে। তিনি আরো বলেন আলুয়াবাড়ি স্টেশনে আরো ট্রেনের স্টপেজ হবে।