ইসলামপুরে নতুন আলো ইসলামপুর মহকুমা হাসপাতালে এআরটি সেন্টার সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে বিশ্ব এইডস দিবস পালিত হয়। এদিন ইসলামপুর বাস টার্মিনাস ও তিনপুল এলাকায় দিনটি পালিত হয়। এ বিষয়ে সংস্থার পক্ষে ট্রান্সজেন্ডারদের পক্ষ থেকে জয়িতা মন্ডল বলেন,এইডস নিয়ে মানুষের মনে আতঙ্ক রয়েছে। এইডস নিয়ে সচেতন হওয়াটাই সবচেয়ে বড় দরকার। এইডস হলে এইডস এ আর টি সেন্টার থেকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয় এছাড়া আমরা কাউন্সিলিং এর ব্যবস্থা করি। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই সেটাই আজকে অনুষ্ঠান মাধ্যমে বোঝানো হয়। এই দিন নয় আমরা সারা বছরই কাজ করে থাকি।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *