মঙ্গলবার চোপড়ার দাসপাড়া ফুটবল মাঠ এলাকায় বাম কংগ্রেস জোটের ব্লক নির্বাচনী কমিটির উদ্যোগে একটি কর্মীসভার আয়োজন করা হয় । এদিন দুইদলের কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় । জোট নেতৃত্বদের সূত্রে জানা যায়, আগামী ১৮ই এপ্রিল এলাকায় আসবেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মনীষ তামাং । পাশাপাশি ব্লক জুড়ে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানা যায় । এদিন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভোট প্রচারে ঝাপিয়ে পড়ার বার্তা দেওয়া হয় । ইতিমধ্যেই ব্লক জুড়েই প্রত্যেকটি অঞ্চলে বাম কংগ্রেস জোট যৌথভাবে নির্বাচনে অঞ্চল কমিটি গঠন, বুথ কমিটি গঠন করা হয়েছে । এদিন উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অশোক রায়, ব্লক কংগ্রেস সভাপতি মশিরউদ্দিন, সিপিএম নেতা মকলেস্বর রহমান, চোপড়া ২ নং এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার সহ বাম ও কংগ্রেসের ব্লক ও জেলা নেতৃত্ব । কি বলছেন দুই দলের উচ্চ নেতৃত্বরা চলুন শুনে নেব।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *