ওয়েবডেস্ক : বাঁশ ও কাস্তে দিয়ে নিজের স্ত্রীকে খুন করল স্বামী । ঘটনা কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমানের ভাতারের রাজিপুর গ্ৰামে । মৃতের নাম মুঙ্গলী মাড্ডি । অভিযুক্ত স্বামী সুরেশ মাড্ডি । ঘটনার পর এলাকাবাসী অভিযুক্তকে আটক করে তুলে দেয় ভাতাড় থানার পুলিশের হাতে । ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।
দুমকা থেকে ভাতারে আসে মাড্ডি দম্পতি
জানা গেছে , দিন তিনেক আগে ঝাড়খণ্ড এর দুমকা থেকে ভাতাড়ের রাজিপুর গ্ৰামের মোহাম্মদ ইউসুফ শেখের ধান জমিতে কাজে আসে মাড্ডি দম্পতি । গতকাল সন্ধ্যায় মদ্যপ সুরেশ মাড্ডি স্ত্রীর সাথে ব্যাপক অশান্তি করে । তারপর তা মিটেও যায় ।
সকালে ফের অশান্তি
অভিযোগ, আজ সকালে ফের অশান্তি শুরু করে সুরেশ । স্ত্রীকে জমিতে কাজে যাওয়ার কথা বলে । তা নিয়েই শুরু হয় কথা কাটাকাটি । এরই মধ্যে সুরেশ বাঁশ দিয়ে ব্যাপক মারধোর করে স্ত্রী মুঙ্গলী মাড্ডিকে । এমনকি কাস্তে দিয়েও এলোপাথারি আঘাত করে শরীরে । একনাগাড়ে মারের চোটে ঐ মহিলার মৃত্যুহয় বলে এলাকাবাসীর দাবি । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতাড় থানায় পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।