রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছি না তাই এখনো কোনো প্রার্থীর দিতে পারিনি। এমনই ভাবে বললেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সম্প্রতি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন কৃষ্ণ কল্যাণী আজকের তৃণমূলে আছেন আগামীতে তিনি বিজেপি হবেন না তার গ্যারান্টি কোথায়। কারণ তিনি কৃষ্ণ ।কৃষ্ণ কখন কোথায় বিরাজ করবেন তা বলা মুশকিল। এই প্রশ্নের জবাবে প্রশ্ন কল্যাণী বলেন, বিজেপি পার্টি অফিস খুললেও এখন পাশে খুঁজে পাইনি অনেকটা বিয়েবাড়িতে বরযাত্রী গেল কিন্তু বর খুঁজে পাওয়া গেল না। কল্যাণীর দাবি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ভোট দিচ্ছে। মানুষ উন্নয়নকে দেখে ভোট দিচ্ছে। এ দিন কৃষ্ণকল্যাণীর সাথে প্রচারে দেখা যায় কানাইলাল আগরওয়াল ও বিতর্কিত বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে। ইতিপূর্বে একে অপরের বিরুদ্ধে অনেক বিশদকার কত দেখা গেছে। করিম সাহেব বলেন, আমাদের মধ্যে যা সমস্যা ছিল তা এক প্রকার মিটে গেছে। আমরা আমাদের প্রার্থীদের দেখানোর জন্য সর্ব শক্তিতে ঝাঁপিয়ে পড়বো।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *