নির্বাচনী প্রচারে বাঁকুড়াতে গিয়ে সৌমিত্র খাঁকে নাম না করে আক্রমণ
নির্বাচনী প্রচারে সোমবার বাঁকুড়ার পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাইপুরের জনসভা থেকে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের নাম না করে তৃণমূল সুপ্রিমো এমন বক্তব্য রাখলেন, যা শুনে হতবাক সবাই ।তিনি বললেন, ‘যদি ছবি বার করি, তবে বুঝবেন, সাংসদ কত আদর্শবান।’
বিষ্ণুপুরে বিজেপি ও তৃনমূল প্রার্থী সৌমিত্র খাঁ ও তার স্ত্রী সুজাতা মন্ডল
এবছর লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর থেকে বিজেপি প্রার্থী করেছে বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁকে। তাঁর বিপরীতে তৃণমূল প্রার্থী করেছে তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে।সুতরাং বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়ে সৌমিত্র কে নিয়ে মমতার মুখ খোলাটা স্বাভাবিক ।
ডিভোর্স হয়েছে কি হয় নি জানা নেই বললেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী বলেন, ‘জানি না ডিভোর্স হয়েছে কি না। তাঁর স্ত্রী দাঁড়িয়েছে সেখানে। তাঁর যদি আমি ফোটোগুলো খুলি, তা হলে বিষ্ণুপুরের মানুষ বুঝবেন, বিজেপি কত আদর্শবান দল। সব ছবি আমার কাছে আছে।’
রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা
হারানো আসন ফিরে পেতে এবার বাঁকুড়ায় প্রথম জনসভা মমতার।আর তিনি আশাবাদী বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুই আসন থেকেই জয়ী হবে তৃণমূল।