ট্যাব কেলেঙ্কারি কান্ডে গ্রেফতার আরও এক। অভিযুক্তের নাম নুর আলম। বাড়ি চোপড়া থানার কাটগাঁও এলাকায়। পূর্ব মেদিনীপুরের পুলিশ অভিযান চালিয়ে নুর আলমকে গ্রেফতার করে। শুক্রবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও পযন্ত মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্য দিকে এদিন ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী মহম্মদ অসিম পারভেজ জানিয়েছেন, আগে যে তিনজনকে আটক করা হয়েছিল তাদেরকেি জেরা করে নুর আলমের নাম উঠে এসেছে। অভিযুক্ত নুর আলমকে আজকে আদালতে তোলা হলে দুই দিনের ট্রানজিট রিমান্ডের অনুমতি দেন ইসলামপুর মহকুমা আদালত।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *