নিউজডেস্ক: বর্ষাকাল চললেও বৃষ্টি দেখা নেই রাজ্যের বিভিন্ন জেলায়। তবে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করলো। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ থেকে তিন চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে ।
অপরদিকে, দক্ষিণবঙ্গে এখনি তেমন কোনো সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা আগামী কয়েকদিনে ৪ ডিগ্রির মতো বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত গভীর নিম্নচাপ অনেকটাই সরে গিয়ে অবস্থান করছে উত্তর ছত্তিশগড়ের কাছাকাছি। আগামী কয়েকদিনে তা ধীরে ধীরে আরও দূরে সরে দুর্বল হতে থাকবে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।