নিউজডেস্ক: আজও জারি রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিস সূত্রে খবর কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে এদিন। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। সোমবারের পর আবহাওয়ার আরও উন্নতি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

অন্যদিকে , নিম্নচাপ আস্তে আস্তে বাংলাদেশের দিকে এগিয়ে চলেছে। বাংলাদেশ ঘেষা রাজ্যের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির পরিমাণ কমবে। বর্তমানে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশে ঢুকে শক্তি ক্ষয় করবে। আশার কথা একটাই, সোমবারে পর থেকে রাজ্যের আবহাওয়া বদল ঘটবে। তবে লাগাতার বৃষ্টির ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে অনেকটাই।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *