হাঁসফাঁস গরম থেকে স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস
তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। সকাল ৯ টা ১০ টা থেকেই রোদের তেজে নাজেহাল সাধারণ জীবন। লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রা । তার উপর উপরি পাওনা লু।বিশেষ করে তাপে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। এরইমধ্যে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দপ্তর। আগামী রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর
হাওয়া অফিস সূত্রে খবর
সূত্রের খবর, আগামী ৫, ৬ ও ৭ মে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে। কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও তা দীর্ঘস্থায়ী হবে না বলেই অনুমান। হতে পারে শিলাবৃষ্টিও। যদিও সর্বোচ্চ তাপমাত্রা তেমন একটা কমার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহবিদরা।তবে উত্তরবঙ্গের জন্য এখনো তেমন কোনো খবর নেই।