এবারের ঘূর্নিঝড় মিধিলি। বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে যা মিধিলি নামে ক্রমশ এগিয়ে আসছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড় ক্রমশ বাংলা ও উড়িষ্যা উপকূলের কাছাকাছি চলে আসছে।যার অবস্থান দিঘা থেকে দূরত্ব ২০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে। যার ফলে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূল অঞ্চলে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অন্য দিক মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা বাড়লেও দিনের তাপমাত্রা কমেছে। শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের জেলায় ভারী বৃষ্টি এবং উপকূল সংলগ্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলে ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি বেগে চলবে ঝোড়ো হাওয়া।কোনো রকম দূর্ঘটনা এড়াতে নেওয়া হয়েছে ব্যবস্থ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *