আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী চার পাঁচ দিন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। সব থেকে বেশি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে । কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহারে । আগামী ৪-৫ দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের সব জেলাতেই কোল্ড ডে থাকবে রবিবার পর্যন্ত। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। অন্যদিকে, সিকিমে বৃষ্টি ও তুষারপাতের কথাও বলা হয়েছে। যার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে। দার্জিলিংয়ে ও উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্য দিকে ঠান্ডার দাপট লক্ষ করা যাবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতে।