করণদিঘি ব্লকের রসাখোয়া খন্তা গ্ৰামে বিদ্যুৎ নেই গত ৫ দিন থেকে। গরমে নাজেহাল অবস্থা এলাকাবাসীর। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সাথে যোগাযোগ করেও বিদ্যুৎ পরিষেবা চালু হয়নি। এরপরই শনিবার রসাখোয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্ৰামবাসীরা । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ট্রান্সফরমার খারাপ হয়ে গেছে। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ফোন করলেও ফোন তুলছে না। প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পরছে বৃদ্ধ লোকজন সহ শিশুরা। অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা চালু করার দাবি জানিয়েছেন। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানিয়েছেন , প্রচন্ড গরমে বেশ কিছু জায়গায় বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে পড়ছে। এছাড়াও বিদ্যুৎ দপ্তরের একটি মাত্র গাড়ি থাকায় সব জায়গায় সঠিক সময়ে পৌঁছানো যাচ্ছে না । তবে দ্রুত বিদ্যুৎ পরিষেবা চালু করার চেষ্টা চলছে।