নিউজডেস্ক: লুকিয়ে প্রেম করতেই নাকি বেশ মজা। তার উপর লোক জানাজানির সমস্যাও থাকেনা। প্রেম লুকিয়ে রাখতে মানুষ কি না কি করে তার ইয়ত্তা রাখা কঠিন। তবে এই প্রেমিকা যা করলেন তাতে গোটা গ্রাম গরমে মরছিল রোজ। প্রেমিক রাজকুমারের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য পুরো গ্রামের বিদ্যুৎ কেটে দিতেন প্রেমিকা প্রীতি । যাতে অন্ধকারে ঢুবে যায় গ্রাম। আর এই সুযোগে তিনি প্রেমিকের সঙ্গে দেখা করতে যেতেন।
গত এক সপ্তাহ ধরে পশ্চিম চম্পারণের দুটি গ্রামে ঘনঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারন খুঁজে পাচ্ছিলনা গ্রামবাসীরা। এই গরমে গ্রামবাসীরা জানিয়েছে গ্রামে ঘন ঘন বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিরক্ত হয়ে বিদ্যুৎ দফতরের কাছে একাধিকবার অভিযোগ করেন তারা। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।গ্রামবাসীরা বুঝে উঠতে পারছিলেন না কেন ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।এর পর কারণ খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় গ্রামবাসীরা। যদিও এরই মধ্যে প্রীতি কুমারী ও রাজকুমারের প্রেমের সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়েছিল।
সেই সূত্র ধরেই গ্রামে লাইট নিভে গেলে গ্রামবাসীরা রাজকুমার এবং প্রীতিকে একসঙ্গে ধরে ফেলে। এবং এরপরই বিদ্যুৎ বিভ্রাটের কারনের কিনারা হয়। যুগলের দাবী, তারা চায়নি তাদের সম্পর্ক পরিবার পরিজন বা গ্রামবাসী জানুক। নিশ্চিন্তে দেখা করার জন্যই তারা বিদ্যুৎ বিভ্রাট ঘটাতো।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।