নিউজডেস্ক: লুকিয়ে প্রেম করতেই নাকি বেশ মজা। তার উপর লোক জানাজানির সমস্যাও থাকেনা। প্রেম লুকিয়ে রাখতে মানুষ কি না কি করে তার ইয়ত্তা রাখা কঠিন। তবে এই প্রেমিকা যা করলেন তাতে গোটা গ্রাম গরমে মরছিল রোজ। প্রেমিক রাজকুমারের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য পুরো গ্রামের বিদ্যুৎ কেটে দিতেন প্রেমিকা প্রীতি । যাতে অন্ধকারে ঢুবে যায় গ্রাম। আর এই সুযোগে তিনি প্রেমিকের সঙ্গে দেখা করতে যেতেন।
গত এক সপ্তাহ ধরে পশ্চিম চম্পারণের দুটি গ্রামে ঘনঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারন খুঁজে পাচ্ছিলনা গ্রামবাসীরা। এই গরমে গ্রামবাসীরা জানিয়েছে গ্রামে ঘন ঘন বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিরক্ত হয়ে বিদ্যুৎ দফতরের কাছে একাধিকবার অভিযোগ করেন তারা। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।গ্রামবাসীরা বুঝে উঠতে পারছিলেন না কেন ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।এর পর কারণ খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় গ্রামবাসীরা। যদিও এরই মধ্যে প্রীতি কুমারী ও রাজকুমারের প্রেমের সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়েছিল।
সেই সূত্র ধরেই গ্রামে লাইট নিভে গেলে গ্রামবাসীরা রাজকুমার এবং প্রীতিকে একসঙ্গে ধরে ফেলে। এবং এরপরই বিদ্যুৎ বিভ্রাটের কারনের কিনারা হয়। যুগলের দাবী, তারা চায়নি তাদের সম্পর্ক পরিবার পরিজন বা গ্রামবাসী জানুক। নিশ্চিন্তে দেখা করার জন্যই তারা বিদ্যুৎ বিভ্রাট ঘটাতো।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
