নিউজডেস্ক: ক’দিন থেকেই টানা বৃষ্টিতে ভিজছে বাংলা। ব্যতিক্রম হয়নি উত্তর দিনাজপুর জেলাতেও। যার ফলে গোয়াবাড়ি নয়াহাট সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। জলের স্রোতে বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বঙ্গের পাশাপাশি বাংলাদেশেও গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বাড়ছে নদীর জল। সেই জলেই প্লাবিত চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের গোয়াবাড়ি নয়াহাট, সহ বেশ কয়েকটি গ্রাম। রাস্তা ও বাড়ির উপর দিয়ে বয়ে যাচ্ছে জলের স্রোত। জলের স্রোতের কারণে বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা।
গ্রাম বাসীদের অভিযোগ গ্রামে কালভার্টের মুখ বন্ধ থাকার কারণে নদীর জল গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে।যার ফলে চরম সমস্যায় পড়েছে বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ। এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ গ্রাম বাসিদের। যদি বৃষ্টি কম না হয় তাহলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে গ্রামবাসিদের আশঙ্কা। গ্রামবাসীরা জানান বেশ কয়েকদিন আগে চোপড়ার বিডিও সমীর মন্ডলকে এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল , কিন্তু এখনো পর্যন্ত বিডিও অফিসের কোন আধিকারিক এলাকায় পরিদর্শনে আসেননি। যার ফলে ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের ।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
