আর মাত্র কয়েক মাস। তারপরেই বেজে যাবা লোকসভা ভোটের দামামা। রাজনৈতিক দল গুলো যদিও অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে। সেক্ষেত্রে প্রশাসনই বা পিছিয়ে থাকে কেনো? এবার সেই আসন্ন লোকসভা ভোট উপলক্ষে তৎপর হয়ে উঠলো উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। আজ ইসলামপুর শহরের, ইসলামপুর কলেজ এবং ইসলামপুর পলিটেকনিক কলেজ পরিদর্শন করেন জেলাশাসক সুরিন্দর মিনা। তার সাথে ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক এবং বিডিও । প্রতিবারই ইসলামপুর পলিটেকনিক কলেজে সমস্ত ট্রেনিং পর্ব অনুষ্ঠিত হয় এবং ডিসিআরসি সেন্টার করা হয় ইসলামপুর কলেজকে। জেলাশাসক সুরিন্দর মিনা সরজমিনে আজ সেই স্থান গুলো পরিদর্শন করেন যাতে আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রশাসনকে কোনো সমস্যায় পরতে না হয়।