উৎকর্ষ বাংলা। পশ্চিমবঙ্গ সরকারের এক অনন্য প্রয়াস। এই প্রথমবার চোপড়ার লালবাজার বন্ধন ব্যাংকের ঠিক উপরে পথচলা শুরু করল উৎকর্ষ বাংলা প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ১৮ বছর থেকে ৪০ বছর পর্যন্ত ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণীর উত্তীর্ণ প্রত্যেকই কারিগরি প্রশিক্ষণের জন্য ভর্তি নিতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে। মূলত বেকারত্ব দূরীকরণের জন্যই পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎকর্ষ বাংলা কর্মসূচি বাংলার মাটিতে শুরু করেছেন বলে জানান রজব আলি। রজব আলী আরো জানান লালবাজারের এই উৎকর্ষ বাংলা প্রশিক্ষণ কেন্দ্রে ৬৬ জন শিক্ষার্থী ভর্তি নিয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে। শিক্ষার্থীরা এই উৎকর্ষ বাংলা শিক্ষকদের শিক্ষায় যথেষ্ট খুশি এবং আনন্দিত। অন্যদিকে তারা মুখ্যমন্ত্রীকে এ ধরনের প্রশিক্ষণ মূলক কর্মসূচির জন্য ধন্যবাদ জানিয়েছেন। লালবাজার উৎকর্ষ বাংলা প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার মৌলানা আবুল কাসিম জানান এটি একটি মুখ্যমন্ত্রীর মহৎ উদ্যোগ। প্রশিক্ষণ শেষেই ১০০% কাজের সুযোগ রয়েছেও বলে জানান তিনি। তাই চোপড়া বাসীর কাছে বিশেষভাবে অনুরোধ , যারাই অষ্টম শ্রেণী পাস করে বসে রয়েছেন , পরিবারে আর্থিক সংকট, আর ভয় নেই , চলে আসুন লালবাজার উৎকর্ষ বাংলা সেন্টারে । বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8388886755

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *