আজ ভোর রাত দেড়টার সময় হঠাৎ ই রেলওয়ে ট্র্যাকে ঢুকে পড়ে ১০ চাকার বালি বোঝাই একটি লরি। তখন ঐ ট্র্যাক দিয়ে যাচ্ছিল আপ রাধিকাপুর এক্সপ্রেস (১৩১৪৫)। রেলের চালক সাডেন ব্রেক কষলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় নি। সজোরে ট্রাকে গিয়ে ধাক্কা মারে রাধিকাপুরগামী আপ রাধিকাপুর এক্সপ্রেস।
তবে ট্রেনচালকের তৎপরতায় ট্রেনটি লাইনচ্যুত হয়নি। হতাহতেরও কোন খবর পাওয়া যায় নি। এই দুর্ঘটনায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয় রেলের ইঞ্জিন কয়েকটি বগি। এই দুর্ঘটনার জেরে এই রুটের অন্যান্য দূরগামী ট্রেনগুলিকে নলহাটি হয়ে ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে বলে খবর।