নিউজডেস্ক:

নিজের কাকা কে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার সমসপুর এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম গুল মহম্মদ। বয়স আনুমানিক (৭২)।

স্হানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় তসকির আলম নামে এক ব্যক্তি তার নিজের কাকাকে পেছন দিক থেকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয় গুল মহম্মদ নামে ওই ব্যক্তির। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্হানীয়দের দাবি অভিযুক্ত তাসকির আলম দীর্ঘদিন ধরে মানসিক ভাবে অসুস্থ ছিলেন। তবে আচমকা এই ঘটনায় হতবাক সকলে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ডালখোলা SDPO সৌম্যনন্দ সরকার ও চাকুলিয়া থানার আই সি পিনাকী সরকার। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় অভিযুক্ত ভাইপো তাসকির আলমকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *