নিউজডেস্ক: সম্প্রতি কালে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ তার বেঁফাস মন্তব্যের জন্য খবরের শিরোনামে উঠে আসছেন বারবার । কখনো বিরোধীদের প্রসঙ্গে বক্তব্য হোক বা কখনো নিজের দলের কর্মীদের শাসানি হোক, তিনি নিজ মেজাজে দিব্যি আছেন। এবার দিনহাটা ২ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে এক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, দলের বিরুদ্ধে গেলে কাউকে ছেড়ে কথা বলা হবে না । সেখানে তৃণমূল নেতাদের একাংশের উদ্দেশ্যে উদয়ন বলেন, ‘কিছু কিছু জায়গায় কেউ কেউ পঞ্চায়েতে প্রার্থী হতে না পারলে নাকি তৃণমূল বাঁচাও কমিটির নাম করে নির্দল হয়ে লড়ার কথা বলে বেড়াচ্ছে। তাদের উদ্দেশে বলছি, বন্ধু তৃণমূল কংগ্রেস বাঁচাও কমিটি না বানিয়ে আগে নিজেদের পিঠের চামড়া বাঁচাও কমিটি তৈরি করে নাও। কারণ তৃণমূলে থেকে তৃণমূলের খেয়ে এমনটা করতে চাইলে ছেড়ে কথা বলা হবে না।’
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট আসন্ন। আর এমন সময় প্রতিবারের মতো একটি বুথে একাধিক দাবিদার উঠে এসেছে।যার ফলে পূর্বের মতো বহু বুথে নির্দল প্রার্থী দাঁড়ানোর সম্ভবনা প্রবল। আর এনিয়ে তলে তলে প্রস্তুতি নিতে শুরু করেছে অনেকে।আর সেটা বুঝতে পেরে প্রকাশ্য সভায় দলীয় কর্মীদের একাংশকে বক্তব্যের মাধ্যমে কার্যত হুমকি দেন উদয়ন। আর এরপরেই মন্ত্রীর হুমকি ঘিরে শোরগোল পড়ে যায় দলের ভেতরে।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ