নিউজডেস্ক: চাঁচলে ভোটারদের প্রলভন দেখিয়ে ভোটের মুখে প্রভাবিত করার অভিযোগ উঠলো তৃনমূলের উদ্বাস্তু সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকারের বিরুদ্ধে। এরপরেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলো চাঁচলে ১ নং ব্লক কংগ্রেস কমিটি।যদিও পুরো অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃনমূল।
প্রসঙ্গত, চাঁচলের ১৩ নং জেলা পরিষদের আসনের প্রার্থী রফিকুল হোসেনের হয়ে প্রচারের আসেন রঞ্জিত সরকার।সেই প্রচারের ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে বলতে দেখা যাচ্ছে রফিকুল হোসেনকে নির্বাচনে জিতালে ভূমিহীনদের পাট্টা দেওয়া হবে।পরিযায়ী শ্রমিকদের বাইরে গিয়ে বিপদ হলে ক্ষতিপূরণ দেওয়া হবে।
কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের প্রাক্কালে এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বিধি ভঙ্গ করেছে তৃণমূল।সাথে কংগ্রেসের প্রশ্ন রঞ্জিত সরকারকে এইভাবে কোন নির্বাচনী প্রচারে সরাসরি এসে প্রতিশ্রুতি দিতে পারেন?এরপরই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের কাছে লিখিত আকারে অভিযোগ জানায় কংগ্রেস।
যদিও উদ্বাস্তু ছেলের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রঞ্জিত সরকারের দাবি, কংগ্রেস যে অভিযোগ করছে তা মিথ্যে এবং ভিত্তিহীন। আমি এই ধরনের কোন বক্তব্য রাখিনি।অন্যদিকে ১৩ নং আসনের তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী এটিএম রফিকুল হোসেন বলেন, কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই তাই এই ধরনের অভিযোগ করছে।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ