পেনশন তোলার নাম করে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল নকশালবাড়ি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি থানার অন্তর্গত পাহাড়গুমিয়া চা বাগানের দমদমা সংসদে। জানা গিয়েছে, এই বাগানের এক শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট আশি হাজার টাকা তুলে নেওয়ায় অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। দুই অভিযুক্তের নাম রাজেশ কেরকেট্টা ও গণেশ টোপ্পো। রাজেশ বাগডোগরা হাঁসখোয়া চা বাগানের বাসিন্দা আর তার সঙ্গী গণেশ দমদমা সংসদের বাসিন্দা। 

তাদের কাছ থেকে শিলিগুড়ি মহকুমার বিভিন্ন চা বাগানের শ্রমিকদের ব্যাংকের পাশবুক, ভোটার কার্ড, আধার কার্ড, সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা দীর্ঘদিন ধরেই এই কাজের সঙ্গে যুক্ত। বিভিন্ন ব্যাংকে গিয়ে শ্রমিকদের আটকে থাকা পিএফ, পেনশন, মৃত্যুর দাবি করে টাকা তুলে দেওয়ার নাম করে শ্রমিকদের প্রতারণা করত তারা। 

পুলিশি জিজ্ঞাসাবাদে রাজেশ জানিয়েছে, লকডাউনের পর থেকেই একাজ করা শুরু করে সে। তাদের মূল টার্গেট ছিল যে সব শ্রমিকদের দীর্ঘদিন ধরে পেনশন বন্ধ, পিএফ পাচ্ছে না সেসব শ্রমিকদের ব্যাংক থেকে টাকা তুলে দিত এবং কিছু টাকা দিয়ে বাকি টাকা তারা গায়েব করে দিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এভাবেই দীর্ঘদিন ধরে তারা পরিকল্পনা মাফিক কাজ করে শ্রমিকদের থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করত। বিভিন্ন রাজনৈতিক নেতাদের মদতে পিএফ অফিস থেকে শ্রমিকদের যাবতীয় বিবরণ তারা পেয়ে যেত। এক্ষেত্রে পিএফ দপ্তরের কিছু কর্মী যুক্ত রয়েছে বলে অভিযোগ। ব্যাংকের সাথে আধার কার্ড সংযুক্তিকরণ কিংবা ভোটার কার্ড, আধার কার্ডে নামের ভুল, বয়সের ভুল, প্যান কার্ডের সাথে পিএফ অ্যাকাউন্টে নামের মিসম্যাচ, ব্যাংক পাশবুকের সঙ্গে নামের ভুল, মোবাইল নম্বর ভুলের জন্য অনেক সময় শ্রমিকদের পেনশন, পিএফ বন্ধ হয়ে যায়। এই সমস্যা নিয়ে শ্রমিকরা পিএফ অফিসে গেলে তাদের ঘোরানো হত। এই শ্রমিকদের যাবতীয় তথ্য নিয়ে রাজেশরা কাজ শুরু করত। সোমবার পাহাড়গুমিয়া চা বাগানের দমাদমা সংসদের অবসরপ্রাপ্ত শ্রমিক লুন্দরী এক্কার অ্যাকাউন্ট থেকে তারা আশি হাজার টাকা তুলে নেয়। অভিযোগ, গত ১২ বছর ধরে লুন্দরী এক্কার পেনশন বন্ধ ছিল।  গত ১০ এপ্রিল লুন্দরীকে নকশালবাড়ির একটি ব্যাংকে ডাকেন গণেশ টোপ্পো এবং রাজেশ কেরকেট্টা। সেখানেই লুন্দরী দেবীর টিপসই নিয়ে তারা দুজন আশি হাজার টাকা তুলে নেন। পরে বিষয়টি জানতে পেরে লুন্দরীর মেয়ে এমসি বড়ুয়া নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার পাহাড়গুমিয়া চা বাগানের দমাদমা সংসদের অবসরপ্রাপ্ত শ্রমিক লুন্দরী এক্কার অ্যাকাউন্ট থেকে তারা আশি হাজার টাকা তুলে নেয়। অভিযোগ, গত ১২ বছর ধরে লুন্দরী এক্কার পেনশন বন্ধ ছিল।  গত ১০ এপ্রিল লুন্দরীকে নকশালবাড়ির একটি ব্যাংকে ডাকেন গণেশ টোপ্পো এবং রাজেশ কেরকেট্টা। সেখানেই লুন্দরী দেবীর টিপসই নিয়ে তারা দুজন আশি হাজার টাকা তুলে নেন। পরে বিষয়টি জানতে পেরে লুন্দরীর মেয়ে এমসি বড়ুয়া নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *