মনিপুর: জাতি গত হিংসার বলি হল দুই পড়ুয়া। গত ৬ জুলাই থেকে নিখোঁজ ছিল ঐ দুই পড়ুয়া। ওই দুই পড়ুয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে তাঁদের দুজনকে ঘাসের কম্পাউন্ডে বসে থাকতে। তাঁদের পেছনে দুজন সশস্ত্র লোক। পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আরেকটি ছবিতে দুই শিক্ষার্থীর দেহ । পড়ুয়াদের একজন হিজাম লিনথোইঙ্গাম্বি,যার বয়স ১৭ এবং ফিজাম হেমজিৎ বয়স ২০। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। এরপরেই পড়ুয়াদের অপহরণ ও তাঁদের হত্যার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জনগণকে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, হত্যাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।” প্রসঙ্গত সকলেই জানে , গত ৩ মে থেকে জাতিগত হিংসায় উত্তপ্ত গোটা মণিপুর। এখনও পর্যন্ত সেই হিংসার বলি হয়েছে ১৫০ জনেরও বেশি মানুষ।