নিউজডেস্ক:
নিউজডেস্ক: শনিবার রাত পৌনে ৯ টা নাগাদ ডালখোলা থানার বস্তাডঙ্গি এলাকায় ৩১ নং জাতীয় সড়কে মর্মান্তিক ঘটনায় প্রান গেলো দুজনের। স্থানীয় সূত্রে জানাগেছে, মৃত সৌরভ সরকার (২০) ও দীপঙ্কর মন্ডল (১৬) দু’জনের বাড়ি সূর্যাপুর বাজার এলাকায়। দু’জনে একটি বাইক করে বস্তাডাঙ্গি এলাকায় একটি পেট্রল পাম্পে বাইকের জ্বালানি ভরতে যাচ্ছিল।
সেসময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা গুরুত্বর জখম অবস্থায় দু জনেই সড়কে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থালে পৌঁছে তাদের উদ্ধার করে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত বলে ঘোষনা করেছে। ঘাতক গাড়ির খোঁজ করছে পুলিশ।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।