গোপন সূত্র খবর পেয়ে আগ্নেয়াস্ত্র ও ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার করল ডালখোলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় সোমবার ডালখোলা শহরের একটি ব্যাংকের সামনে ওই তিন যুবককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। এরপর ডালখোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই তিন যুবককে আটক করে তল্লাশি চালালে একটি আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড তাজা কার্তুস ও ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে । অভিযুক্তদের মধ্যে দুজন মনিপুর ও একজন বিহারের বাসিন্দা বলে জানা গেছে। এরপর অভিযুক্তদের গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।