নিউজডেস্ক: দুটি কনটেইনারের মুখোমুখি সংঘর্ষে জখম হল এক চালক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বাইপাস সংলগ্ন অলিগঞ্জ এলাকায়। জানা গিয়েছে এদিন সকালে দিল্লি গামী একটি কনটেইনার শিলিগুড়ি দিকে যাচ্ছিল এবং শিলিগুড়ির দিক থেকে আশা একটি কনটেইনার ডালখোলার দিকে যাচ্ছিল। ইসলামপুর থানার অলিগঞ্জ বাইপাসের কাছে ঐ কনটেইনার দুটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনায় জখম হয় এক চালক। জখম ব্যক্তিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ।