নিউজডেস্ক: টুইটারের CEO থাকছেন না এলন মাস্ক। CEO পদ ছাড়লেও টুইটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়বেন না টেসলা কোম্পানির মালিক এলন মাস্ক।সংস্থার চিফ টেকনোলজিস্ট হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি। গতকাল, এলন মাস্ক নিজেই টুইট করে জানান, টুইটার নিজের CEO পেয়ে গিয়েছেন।

নতুন CEO আগামী দেড় মাসের মধ্যেই দায়িত্ব গ্রহন করবে। তবে নতুন CEO কে হলেন সে বিষয়ে এখনি কিছু খোলসা করেন নি তিনি। যদিও পরে টুইটারের অন্দর মহল থেকেই জানা যায়, এনবিসি ইউনিভার্সাল মিডিয়ার বিজ্ঞাপন বিভাগের চেয়ারম্যান লিন্ডা ইয়াকারিনো দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। তবে পুরো বিষয়টি এখন জনসমক্ষে ঘোষনা করেনি টুইটার।

প্রসঙ্গত,২০২২ এর এপ্রিল মাসে ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার সংস্থাকে কিনে অক্টোবর মাসে সংস্থার CEO হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এলন। যদিও সেই সময় মাস্ক পরিস্কার জানিয়েছিলেন, নির্দিষ্ট সময় পর্যন্তই টুইটারের CEO দায়িত্ব পালন করবেন তিনি। নতুন CEO নিযুক্ত হলে তিনি সরে যাবেন।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *