নিউজডেস্কঃ
তুরস্ক, সিরিয়ার ভূমিকম্পে মৃত্যু মিছিল
তুরস্কের ভয়াবহ ভূমিকম্প নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। সিরিয়া ও তুরস্কের সেই ভূমিকম্পে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৮ হাজার মানুষের। তুরস্কর ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় জানিয়েছেন , তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫হাজার ৮৯৪ জন।অপর দিকে আহত ৩৪হাজার ৮১০ জন।
সিরিয়াতেও কমপক্ষে মৃত্যু হয়েছে ১ হাজার ৯৩২ জনের। এছাড়াও কয়েক হাজার মানুষ আহত হয়েছে।পরিস্থিতি মোকাবিলা করতে তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তায়েপ এরদোগান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেই জরুরি অবস্থা আগামী তিন মাস জারি থাকবে।অপর দিকে জোরকদমে চলছে ধ্বংস স্তুপ থেকে উদ্ধার কাজ।
‘প্রকৃত বন্ধু ভারত’কৃতজ্ঞতা তুরস্কের
তুরস্কের স্থানীয় সময় সোমবার ভোর সোয়া চারটা নাগাদ দক্ষিণ পূর্ব তুরস্ক ও উত্তর সিরিয়ায় ভূমিকম্প হয়। যার তীব্রতা রিখটারস্কেলে ৭.৮ ছিল। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে তছনছ হয়ে যায় সিরিয়া ও তুরস্কের বিশাল অংশ। এই ঘটনার পর তুরস্কের পাশে দাঁড়িয়েছে ভারত। ভারতের তরফ থেকে ত্রান, চিকিৎসক, উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ভারতের এই প্রয়াসকে ‘প্রকৃত বন্ধু ‘ বলে কৃতজ্ঞতা জানিয়েছে তুরস্ক।