অতীতের নির্বাচনের মতো, এবারের নির্বাচনে কোনো দল বা জোটের জন্য সমর্থনের বিশেষ বল আছে বলে মনে করছেন না সোফোলজিস্টরা। এই বিষয়টি ২০২৩ সালের সাধারণ ভোটারদের ভোটদানের বিশ্লেষণ কঠিন করে তুলেছে নির্বাচনী বিশ্লেষকদের পক্ষে। 
ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রে ভোটদান চলছে।  ৮ লক্ষেরও বেশি ভোটদাতা আজ  ২৫৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে চলেছে। 
সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয় এবং চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের মতে, এবারের নির্বাচনে ২৮.১৪ লাখ যোগ্য ভোটার রয়েছে যার মধ্যে ১৪,১৫,২৩৩ জন পুরুষ, ১৩,৯৯,২৮৯ জন মহিলা এবং ৬২ জন তৃতীয় লিঙ্গের। উত্তর-পূর্ব রাজ্যটি জুড়ে ৩৩৩৭ টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
রাজ্যে ব্যাপক নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। এখানে বিজেপি, বামফ্রন্ট-কংগ্রেস জোট এবং নতুন দল টিপরা মোথা-এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা  চলছে - ৬০ টি বিধানসভা আসনে । এই ৬০টি আসনের মধ্যে, ২০টি তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত, আর 10টি তফসিলি জাতির জন্য সংরক্ষিত৷

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *