নিউজডেস্ক: এমনই ঘটনা ঘটলো ইসলামপুর ব্লকের আগডিমটি খন্থি গ্রাম পঞ্চায়েতে । মোট তিন জন পঞ্চায়েত সদস্য করিম শিবিরে যোগ দিয়েছেন, এর মধ্যে দুই জন তৃনমূল কংগ্রেস ও এক জন নির্দল পঞ্চায়েত সদস্য। জানা গিয়েছে আজ সোমবার বিকেলে মলানিগছ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি ইফতার পার্টি আযোজন করেছিল স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক আবদুল করিম চৌধুরীরর অনুগামীরা। ইফতার শেষে একটি সভা হয়।

ওই সভায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের ঘনিষ্ঠ ব্লক সভাপতি জাকির হুসেনের সঙ্গে থাকা ৩ জন গ্রামপঞ্চায়েত সদস্য করিম শিবিরে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়।

করিম চৌধুরীর ঘোষিত স্থানীয় অঞ্চল সভাপতি আকবর আলি বলেন, পঞ্চায়েতে মোট ২০ জন পঞ্চায়েত সদস্য আছে। এর মধ্যে দু’জন সদস্য আমাদের শিবিরে আগে থেকে ছিল। এই দিন আরও ৩ জন সদস্য ও একজন সদস্যের প্রতিনিধি কানাইয়া শিবির ছেড়ে করিম শিবিরে যোগ দিয়েছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *