নিউজডেস্ক: তৃণমুলের টিকিট না পাওয়া নির্দল প্রার্থী মেয়ের প্রথম দিনের নির্বাচনী প্রচারে তৃণমুল বিধায়ক হামিদুল পত্নী মায়ের উপস্থিতিতে রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে। নিজের নির্বাচনী এলাকা মানগছ থেকে নিজেই দেওয়াল লিখে ভোট প্রচার শুরু করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের ৪ নম্বর আসনের নির্দল প্রার্থী আরজুনা বেগম। চার নম্বর আসনের গত টার্মের তৃণমুল সদস্য ছিলেন আরজুনা। এবার দল তাকে টিকিট না দেওয়ায় ইসলামপুরের তৃণমুল বিধায়ক আব্দুল করিম চৌধুরী সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরজুনা।
এছাড়াও চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে আরজুনা বেগম। মেয়ের প্রচারে বিধায়ক বাবা রাজনৈতিক কৌশল নিলেও মা মরিয়ম নেশাকে আরজুনা’র প্রচারে দেখা গেল। এছাড়াও মেয়ে আরজুনা ১০০ শতাংশ জিতবে বলেও দাবী করেন বিধায়ক হামিদুল পত্নী মরিয়ম নেশা। সবমিলিয়ে তৃণমুল বিধায়ক হামিদুল পত্নী মা মরিয়ম নেশার উপস্থিতিতে নির্দল প্রার্থী মেয়ে আরজুনা বেগম যে বাড়তি অক্সিজেন পাবে তা বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে গতকাল রাতে করিম পন্থী নির্দল প্রার্থীদের কানাইলাল অনুগামীরা আক্রমণ করে বলে অভিযোগ তোলে বিধায়ক করিম চৌধুরীর অনুগামীরা। সেখানে দাড়িয়ে বিধায়ক হামিদুল রহমানের মেয়ে করিম পন্থী নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছে। আর তার প্রচারে অংশ নিয়েছে বিধায়কে স্ত্রী অর্থাৎ আরজুনা বেগমের মা। আর এতেই শুরু হয়েছে জোর চর্চা।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।