নিউজডেস্ক: তৃণমুলের টিকিট না পাওয়া নির্দল প্রার্থী মেয়ের প্রথম দিনের নির্বাচনী প্রচারে তৃণমুল বিধায়ক হামিদুল পত্নী মায়ের উপস্থিতিতে রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে। নিজের নির্বাচনী এলাকা মানগছ থেকে নিজেই দেওয়াল লিখে ভোট প্রচার শুরু করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের ৪ নম্বর আসনের নির্দল প্রার্থী আরজুনা বেগম। চার নম্বর আসনের গত টার্মের তৃণমুল সদস্য ছিলেন আরজুনা। এবার দল তাকে টিকিট না দেওয়ায় ইসলামপুরের তৃণমুল বিধায়ক আব্দুল করিম চৌধুরী সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরজুনা।
এছাড়াও চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে আরজুনা বেগম। মেয়ের প্রচারে বিধায়ক বাবা রাজনৈতিক কৌশল নিলেও মা মরিয়ম নেশাকে আরজুনা’র প্রচারে দেখা গেল। এছাড়াও মেয়ে আরজুনা ১০০ শতাংশ জিতবে বলেও দাবী করেন বিধায়ক হামিদুল পত্নী মরিয়ম নেশা। সবমিলিয়ে তৃণমুল বিধায়ক হামিদুল পত্নী মা মরিয়ম নেশার উপস্থিতিতে নির্দল প্রার্থী মেয়ে আরজুনা বেগম যে বাড়তি অক্সিজেন পাবে তা বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে গতকাল রাতে করিম পন্থী নির্দল প্রার্থীদের কানাইলাল অনুগামীরা আক্রমণ করে বলে অভিযোগ তোলে বিধায়ক করিম চৌধুরীর অনুগামীরা। সেখানে দাড়িয়ে বিধায়ক হামিদুল রহমানের মেয়ে করিম পন্থী নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছে। আর তার প্রচারে অংশ নিয়েছে বিধায়কে স্ত্রী অর্থাৎ আরজুনা বেগমের মা। আর এতেই শুরু হয়েছে জোর চর্চা।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ