বৃহস্পতিবার ইসলামপুর বাস স্ট্যান্ডে তৃণমূল টাউন কংগ্রেস উদ্যোগে ধর্না অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে। ওই ধর্না অবস্থানে উপস্থিত ছিলেন তৃনমূলের টাউন সভাপতি গংগেস দে সরকার, যুব সভাপতি বিক্রম দাস জেলা সভাপতি কানাইয়া লাল আগারওয়াল। কানাইয়া বাবু বলেন, ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দিতে বাধ্য। আসলে রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে অন্যায়ের আশ্রয় নিচ্ছে কেন্দ্র। আমরা এর শেষ দেখে ছাড়বো। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, কেন্দ্র সরকার টাকা না দিলে আমাদের বিধায়ক ও সাংসদদের ভাতার টাকা থেকে ১০০ দিনের কাজের প্রাপকদের টাকা মিটিয়ে দেওয়া হবে। শুধু ১০০ দিনের কাজ নয়, আবাস যোজনা টাকা একইভাবে আটকে রেখেছে একের পর এক ইনকোয়ারি করছে কেন্দ্র কিন্তু বরাদ্দকৃত অর্থ দিচ্ছে না। যার ফলে নতুনভাবে ১০০ দিনের কাজও শুরু হয়নি পশ্চিমবঙ্গে। আসলে রাজনৈতিক লড়াই পেরে উঠতে না পেরে অপকৌশল নিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *