নিউজডেস্ক: এক দিকে চাকরি বাতিল হয়েছে অনেকেরই, অন্যদিকে নাকের অপর বিষফরা হয়ে দাঁড়িয়েছে কিছু দালাল চক্র।। ইতি মধ্যেই চাকরি বাতিল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে পাঁচশো, হাজার টাকা করে কোর্টে কেস লড়াইয়ের নাম করে টাকা আদায় করছেন কিছু দালাল চক্র বলে অভিযোগ উঠেছে।

৩৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করলেন কলকাতা হাইকোর্ট সেই তালিকায় চোপড়ার সাড়ে চারশ শিক্ষক শিক্ষিকার নাম রয়েছে বলে জানা যায় ।

চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ

তাই সেই সব দালাল চক্র থেকে বাঁচতে ও এক ছাঁদের তলায় এসে আগামীতে লড়াই চালিয়ে যেতে হবে এই আশ্বাস দিয়ে চাকরি বাতিল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের সাথে বৈঠক করল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। রবিবার বিকালে চোপড়া ব্লকের থানা মাঠে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে একটি বৈঠক করা হয়। সেই বৈঠকে উপস্থিত হন চোপড়া ব্লকের চাকরি বাতিল প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা। জানা গিয়েছে কিছুদিন আগে হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী রাজ্যের ৩৬ হাজার প্রাথমিক স্কুলের চাকরি বাতিল করেন।

৫০০ তম সাহিত্য বাসর

খবর ছড়িয়ে পড়তেই বাতিল হয়ে যাওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। এর মধ্যেই আবার অনেকেই দালালদের ফাঁদে পড়েছে অনেকেই। অভিযোগ কোর্টে কেস লড়াইয়ের জন্য শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে পাঁচশো, হাজার, টাকা করে আদায় করছে বলে অভিযোগ উঠেছে কিছু দালাল চক্রের বিরুদ্ধে। সেই সব বিষয় মাথায় রেখে এবং দালালদের ফাঁদে কেউ না পরে সহ একাধিক বিষয়ে আজকে চাকরি হারানোদের সাথে একটি বৈঠক করা হয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে। চাকরি হারানোদের পাশে রাজ্য সরকার আছে।। এবং আগামীতে এক ছাঁদের তলায় এসে রাজ্য সরকারের পাশে থেকে লড়াই চালিয়ে যেতে হবে আসস্থ করা হয় এই বৈঠক থেকে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *