প্রতিষ্ঠা দিবস বলে কথা। সেই দিন নিয়ে আলাদাই উত্তেজনা থাকে সকল দল, সংগঠন সবার মধ্যে। তারপর রাজ্যের শাসক দল বলে কথা। গতকাল ছিল তৃনমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। দলের যুবরাজকে নিয়ে যতই রাজনৈতিক তরজা চলুক এই বিশেষ দিনকে নিয়ে তাতে কর্নপাত করতে নারাজ দলের বাকিরা।
গতকাল তাই তৃণমূল দলের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আজ ইসলাম পুর অঞ্চল তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে একটি রক্তদান শিবির, চোখের পরীক্ষা ও থেলাসেমিয়া রোগের নির্ণয় করার ব্যবস্থা করা হয়েছিল । অঞ্চল যুব সভাপিত অভিজিৎ পাল বলেন, দলের জন্য এই সামাজিক কাজ, সেই সঙ্গে ইসলাম পুর সিস্টার্স এন্ড ব্রাদার্স সোসাইটির সহযোগিতায় দুই জন কে হুইলচেয়ার ও কানের মেশিন দেওয়া হয়েছে । প্রতিষ্ঠা দিবস আমাদের মহৎ অনুষ্ঠান। এই মহৎ দিনে হাজির হয়েছিলেন পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল, জেলা যুব সভাপতি কৌশিক গুন ও ব্লক সভাপতি ঝাকির হুসেন ।
প্রতিটা রক্তদাতাকে একটি করে ফুলের গাছ উপহার দেওয়া হয়।
বছরের শুরুতেই ইসলামপুর সিস্টার্স এন্ড ব্রাদার্স সোসাইটির সহযোগিতাকে অঞ্চল প্রধান অসীমা পাল কুর্নিশ জানিয়েছেন তৃনমূল কংগ্রেসের নেতৃত্বরা।