নিউজডেস্ক: চোপড়া বিধানসভার কমলাগাঁও সুজালী অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীকোন্দল অব্যাহত। শনিবার সকালে আগ্নেয়াস্ত্র সহ ১ তৃণমূল নেতাকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। ধৃত ওই তৃণমূল নেতার নাম কটলু মোহাম্মদ। এই কটলু মোহাম্মদ প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হকের লোক বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে কমলাগাঁও সুজালী অঞ্চলের ধুলিগাও এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

একটি হার্ডওয়ারের দোকানে আরো আগ্নেয়াস্ত্র আছে বলে জাহিদুল-সাত্তার গোষ্ঠীর অভিযোগ। ঘটনায় ধুলিগাও মোড়ে প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই সুজালী অঞ্চলে জেলা পরিষদ সদস্য মৌসুমী খাতুন এর প্রতিনিধি তথা তৃণমূল নেতা জাহিদুল ইসলাম বনাম আব্দুল হক গোষ্ঠীকোন্দল সামনে এসে পড়ে। সেই গোষ্ঠীকোন্দলের জেরে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনায় গোষ্ঠী সংঘর্ষ বেড়েই চলেছে। যেকোনো রকমের বিশৃঙ্খলা এড়াতে ধুলিগাও মোরে প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।