ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা ছড়াল ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের চোতরাগছ এলাকায়। জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় রাধারগছ এলাকার কিছু সমর্থক বাইকে করে সুজালি এলাকায় অঞ্চল সভাপতি আব্দুল হকের বাড়িতে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। অভিযোগ অনুষ্ঠানে যাওয়ার সময় চোতরাগছ এলাকায় জেলা পরিষদের সদস্যের স্বামী তথা তৃণমূল নেতা জাহিদুল রহমানের লোকজন আচমকা অঞ্চল সভাপতি আব্দুল হকের সমর্থকদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে ও বাইক ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনায় আব্দুল হকের বেশ কয়েকজন সমর্থক জখম হয়। জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে তৃণমূল নেতা জাহিদুল রহমানকে ফোনে জিজ্ঞেস করা হলে তার বিরুদ্ধে উঠে আসা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তিনি বলেন, এখানে কারও লোক বলে কিছুই নেই। এখানে সবাই তৃণমূল। যদি কেউ গন্ডগোল করে থাকে তাহলে পুলিশ প্রশাসন আইনী ব্যবস্থা নেবে বলে জানান তিনি।