থানায় ডেপুটেশন ঘিরে বিজেপি তৃণমূলের মুখোমুখি। স্লোগান পাল্টা স্লোগান ঘিরে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। সোমবার চোপড়া থানায় সন্দেশখালি সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দিতে আসে বিজেপির কর্মী সমর্থকরা। কিছুক্ষণের মধ্যে তৃণমূলের কর্মী সমর্থকরা থানার সামনে উপস্থিত হয়। চলে স্লোগান পাল্টা স্লোগান। ঘটনাকে ঘিরে চোপড়া থানার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পড়ে চোপড়া থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিজেপির অভিযোগ তৃণমূল এখানে চক্রান্ত করে তাদের কর্মসূচিতে বাঁধা দেওয়ার চেষ্টা করেছিল। তৃনমুল কোন ডেপুটেশন দিতে আসেননি।
অন্য দিকে তৃনমূলের দাবি কিছু দিন আগে বিজেপির কিছু কর্মী তাদের কিছু নেতার ওপর হামলা চালিয়ে ছিল। সেই বিষয়ে আজকে পুলিশকে জানানো হয়।