নিউজডেস্ক: ডারাপাড়া ইসলামপুর আদিবাসী কমিটির পক্ষ থেকে একাধিক বিষয়ে ডেপুটেশন দেওয়া হল বিডিওর কাছে। আজ প্রচন্ড রোদের মধ্যে আদিবাসী সমাজের কয়েকশো পুরুষ ও মহিলা মিছিল করে বিডিও অফিসে উপস্থিত হন। সংগঠনের পক্ষ থেকে রাজেশ ওরাও বলেন, সংবিধানে বলা আছে জল জমিন জঙ্গলের রক্ষাকর্তা আদিবাসীরা। কিন্তু রক্ষাকর্তা তো দূরের বিষয়, এখন এই আদিবাসীদের তাদের নিজের জমির অধিকার নাই।
আজ আমরা আমাদের অধিকারের বিষয়ে কথা বলতেই বিডিও অফিস বিএল আরও অফিস সহ একাধিক অফিসে দেখা করে আধিকারিকদের সাথে কথা বলবো। তিনি আরো বলেন, আগামী দিনে আদিবাসীদের যে কোনো সমস্যার সমাধানের জন্য এই কমিটি এগিয়ে আসবে।এছাড়াও জমি সংক্রান্ত বিষয়ে বর্তমান পুলিশ সুপার যে পদক্ষেপ নিয়েছেন তার জন্য সমগ্র আদিবাসীদের পক্ষ থেকে তিনি পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জ্ঞাপন করেন।